Logo

সারাদেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৭:৫৯

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর দাগনভূঞা উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের শরীফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ চাঁনপুর গ্রামের সেলিমের ছেলে সিএনজি চালক নজরুল ইসলাম (৩০) ও দুধমুখা এলাকার বাসিন্দা সফিকের ছেলে রাজিব (৩০)।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আছির ইনতেসার জারিন তাদের মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর