-67f8839954762.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জে একটি ড্রাগন ফলের বাগানে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে রওশন আলী (৫০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রওশন আলী কালীগঞ্জ পৌরসভার কাশিপুর বেদেঁ পল্লীর আজগার আলীর ছেলে।
কাশিপুর গ্রামের বাসিন্দা মনির উদ্দীন জানান, বুধবার রাত ৭টার দিকে পার্শ্ববর্তী চাঁচড়া মাঠের একটি ড্রাগন ফলের বাগানে সাপ ধরতে যান রওশন আলী। এ সময় অসাবধানতাবশত একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে তাকে একজন ওঝার কাছে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি নিজে বাড়ি ফিরে আসেন।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
কাশিপুর বেদেঁ পল্লীর সাপুড়ে হাকিম মিয়া জানান, বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি ফোন করে মাঠে সাপ ধরার অনুরোধ করেন। ফোন পাওয়ার পর রওশন আলী বের হয়ে যান। কিন্তু তিনি সাথে করে সাপ ধরার প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম নিয়ে যাননি। ফলে সাপে কামড়ালেও তাৎক্ষণিক চিকিৎসা নিতে পারেননি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আমরা লোকমুখে ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।
বুরহান উদ্দীন/এমবি