Logo

সারাদেশ

মেহেরপুরে সেনা অভিযানে আমেরিকান পিস্তলসহ যুবক আটক

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:১০

মেহেরপুরে সেনা অভিযানে আমেরিকান পিস্তলসহ যুবক আটক

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনীর গোপন অভিযানে আমেরিকান তৈরি ৭.৬৫ মডেলের একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ লাল্টু বিশ্বাস (৪০) নামের একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) ভোর ৬টার দিকে গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।

অভিযানের আগে রাত ৪টা থেকেই লাল্টুর বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

আটক লাল্টু বিশ্বাস গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাছ বিশ্বাসের ছেলে।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন রওশন ও লে. মিনহাজের নেতৃত্বাধীন একটি টিম। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, যানবাহনে ছিনতাই, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

আটকের পর লাল্টুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

আকতারুজ্জামান/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর