Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৬৯

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:৩২

মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১৬৯

ছবি : বাংলাদেশের খবর

সারাদেশের মতো মুন্সীগঞ্জেও ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হয়েছে। জেলার ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রথম দিনেই অংশগ্রহণ করেছেন ১৪ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। যদিও রেজিস্ট্রেশন করেছিলেন ১৪ হাজার ৭৪১ জন।

জেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর মুন্সীগঞ্জে ৩০টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ১৭টি, দাখিলের ৫টি ও ভোকেশনালের ৮টি কেন্দ্র রয়েছে। 

জেলা শিক্ষা অফিসার জানান, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করেছেন ১২ হাজার ৪৮৭ জন, ভোকেশনাল ১ হাজার ১৬১ জন ও দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৯৩ জন। এছাড়া গত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়েও পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩২ জনে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাধারণ শিক্ষায় বাংলা প্রথম পত্র, ভোকেশনালে বাংলা-২ এবং দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১২২ জন, দাখিলে ৩১ জন ও ভোকেশনালে ১৬ জন পরীক্ষার্থী। তবে জেলার কোথাও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

পরীক্ষার প্রথম দিন সকালে জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। তিনি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, কাজী কমর উদ্দিন গভ. ইনস্টিটিউট ও আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ. গার্লস হাই স্কুলসহ কয়েকটি কেন্দ্রে উপস্থিত থেকে দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খোন্দকার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।

পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি 

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জ সদরের ৯টি কেন্দ্রে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। এ সময় কেন্দ্রে জনসমাগম, মাইকিং, লাঠি বা অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

১৪৪ ধারা জারিকৃত কেন্দ্রগুলো হলো- প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কাজী কমর উদ্দিন গভ. ইনস্টিটিউশন, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ. গার্লস হাই স্কুল, বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

নাজমুল ইসলাম পিন্টু/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর