জামালপুরে ইয়াবাসহ ২ ‘মাদক ব্যবসায়ী’ গ্রেপ্তার

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:০৪
-67f894d350b88.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জামালপুরে বিশেষ অভিযানে ‘৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব কৈডলা এলাকার মো. খলিলুর রহমানের স্ত্রী মোছা. বৈশাখী (২২) ও দক্ষিণ কৈডলা এলাকার আ. আজিজের ছেলে মো. সোহেল রানা (২৮)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব।
তিনি জানান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় ডিবি-১ নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের কৈডলা পূর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আসাদুজ্জামান ও এসআই আতিক। তাদের নেতৃত্বে চৌকস একটি টিম অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ আটক করে।
ওসি নাজমুস সাকিব আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। জেলার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
আবুল কাশেম/এমবি