মুন্সীগঞ্জে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১০:৩২
-67f89b432345f.jpg)
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বানিয়াল গ্রামে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী শরিয়তপুর জেলার একটি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দিলে মুন্সীগঞ্জ সদর থানার একটি দল তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মুন্সীগঞ্জের সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ জানুয়ারি মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগীর মা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবন্ধী কিশোরী নিজ ঘরে অবস্থানকালে একাধিকবার বাবার দ্বারা ধর্ষণের শিকার হন। শুরুতে স্থানীয়ভাবে বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পুলিশ পরিদর্শক সজিব দে জানান, পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন ভুক্তভোগীর মা। মামলার খবর পেয়ে বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। পলাতক অবস্থায় বৃহস্পতিবার ধরা পড়েন তিনি।
তিনি আরও জানান, ধর্ষণের মামলায় গ্রেপ্তারকৃত বাবাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।
নাজমুল ইসলাম পিন্টু/এমবি