-67f8abae362f0.jpg)
লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে নূর মিয়া আখন (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের আখন কান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা। তিনি জানান, দুপুরে অভিযুক্ত নূর মিয়া আখনের বসতঘরে তার নাতনীর (৮) সঙ্গে খেলছিল। এ সময় নূর মিয়া তার পরনের পায়জামা টানাহেঁচড়া করলে সে চিৎকার দেয়। পরে তার মা এসে তাকে সেখান থেকে নিয়ে যায়।
নূর মিয়া ও তার পরিবারের দাবি, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে। তাদের বাড়ির পাশের জমি নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানান তারা।
অভিযুক্তের নাতনী জানান, তার দাদা তাদের দুইজনকে ঘরে টিভি চালিয়ে দেয় তারা টিভি দেখছে। কিন্তু ওই শিশুর পরনের পায়জামা খুলেনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই মো. মনির হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে রাতেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে নূর মিয়া আখন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান টিপু/এমবি