Logo

সারাদেশ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে ধর্মঘট

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:২৮

সাতক্ষীরায় জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে ধর্মঘট

ছবি : বাংলাদেশের খবর

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় পালিত হয়েছে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচি। শুক্রবার (১১ এপ্রিল) সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক ও ‘শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম’-এর আহ্বানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকার হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। যার ফলে শহরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। নিম্নআয়ের এসব মানুষ প্রয়োজনীয় মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে এবং দিন দিন আরও দরিদ্র হয়ে পড়ছে। একই সঙ্গে পরিবেশ দূষণ বেড়ে শহরগুলোর জীবনযাপন অযোগ্য হয়ে উঠছে।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন রোধে এখনই আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রগুলোকে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং জলবায়ু তহবিলের যথাযথ ব্যবহারের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আবদুর রহমান নিরব, সহসভাপতি মাকসুদা জেরিন, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক হৃদয় মণ্ডল, ফরিদ গাজী, রাফিদ রাহী প্রমুখ।

আব্দুস সামাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর