Logo

সারাদেশ

অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:৪১

অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে একটি বন্ধ পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালামপুর এলাকায় ‘ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড’ নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, মালিকানা জটিলতার কারণে কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। ওই রাতে ২০-২৫ জনের একটি দল নিরাপত্তাকর্মীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে গ্রিল কেটে ভেতরে ঢুকে মালামাল লুট করে।

লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে ১২টি সেলাই মেশিন, ২টি ল্যাপটপ, সিসিটিভি মনিটর, বৈদেশিক ক্রেতাদের চুক্তিপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বৈদ্যুতিক সামগ্রী।

স্থানীয়দের উপস্থিতিতে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কারখানার মালিক মো. ইউসুফ খান জানান, ‘প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মালামাল উদ্ধারে অভিযান চলছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর