বৈসুর আনন্দে পাহাড়জুড়ে নাচ-গানে মুখর ত্রিপুরা জনগোষ্ঠী

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৫:৪৫
-67f8e4d620f8a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈসুর সাংস্কৃতিক ডিসপ্লে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী ত্রিপুরা নাগরিকরা অংশ নেন।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে গরয়া নৃত্যের মধ্য দিয়ে ডিসপ্লে শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
ঢোল-বাদ্যের তালে ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার পরে নৃত্য পরিবেশন করেন ত্রিপুরা নারীরা। টাউন হল থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেষ হয় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাঠে।
সংস্কৃতিক ডিসপ্লেতে অংশ নেওয়া সুষ্মিতা ত্রিপুরা বলেন, ‘মাত্র দুই দিন পর আমাদের বৈসু উৎসব। পুরাতন বছরের গ্লানি দূর করে আমরা গরয়া নৃত্যের মাধ্যমে আমাদের সংস্কৃতি তুলে ধরি।’
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমন বিকাশ ত্রিপুরা বলেন, ‘হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন।’
ব্রিগেডিয়ার জেনারেল আমান হাসান বলেন, ‘এ ধরনের আয়োজন পাহাড়ের জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে।’
আগামী ১৩ এপ্রিল নদীতে গঙ্গা দেবীর পূজার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করবে ত্রিপুরা জনগোষ্ঠী। মাসব্যাপী চলবে নানা আয়োজন।
ছোটন বিশ্বাস/এআরএস