Logo

সারাদেশ

মহাসড়কে মাটি-কাদা, হালকা বৃষ্টিতে বেশি বিপদে মোটরসাইকেল আরোহীরা

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৫:৫৬

মহাসড়কে মাটি-কাদা, হালকা বৃষ্টিতে বেশি বিপদে মোটরসাইকেল আরোহীরা

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের চন্দনাইশে হালকা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে জমে থাকা মাটি ও কুয়াশার পানিতে সড়কটি পিচ্ছিল হয়ে উঠেছে। এতে বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, কৃষিজমির টপসয়েল ও পাহাড়-টিলা কেটে মাটি বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে ডাম্পট্রাকে। চলাচলের সময় এসব ট্রাক থেকে পড়ে থাকা মাটিই মহাসড়ককে বিপজ্জনক করে তুলছে। অথচ সড়ক বিভাগ, কৃষি বিভাগ ও প্রশাসনের কোনো নজরদারি নেই। প্রশাসনের নীরবতায় বেপরোয়া হয়ে উঠেছে ‘মাটিদস্যুরা’।

দোহাজারী পৌর সদর ও বাগিচাহাট এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বিটুমিনের উপর মাটির স্তর পড়ে পিচ্ছিল অবস্থা তৈরি হয়েছে। লবণবাহী ট্রাক থেকে নির্গত পানি ও কুয়াশায় মাটি কাদা হয়ে দুর্ঘটনার কারণ হচ্ছে।

মোটরসাইকেল আরোহী ইমতিয়াজ আহমেদ জানান, সন্ধ্যার পর সড়ক আরও বিপজ্জনক হয়ে পড়ে, প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে দোহাজারী সড়ক বিভাগের প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, পুলিশকে বিষয়টি জানানো হবে। সবাইকে নজর রাখতে হবে—মাটি কোথা থেকে আনা হচ্ছে এবং কোথায় নেওয়া হচ্ছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর