মহাসড়কে মাটি-কাদা, হালকা বৃষ্টিতে বেশি বিপদে মোটরসাইকেল আরোহীরা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৫:৫৬
-67f8e7498c97f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের চন্দনাইশে হালকা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে জমে থাকা মাটি ও কুয়াশার পানিতে সড়কটি পিচ্ছিল হয়ে উঠেছে। এতে বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, কৃষিজমির টপসয়েল ও পাহাড়-টিলা কেটে মাটি বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে ডাম্পট্রাকে। চলাচলের সময় এসব ট্রাক থেকে পড়ে থাকা মাটিই মহাসড়ককে বিপজ্জনক করে তুলছে। অথচ সড়ক বিভাগ, কৃষি বিভাগ ও প্রশাসনের কোনো নজরদারি নেই। প্রশাসনের নীরবতায় বেপরোয়া হয়ে উঠেছে ‘মাটিদস্যুরা’।
দোহাজারী পৌর সদর ও বাগিচাহাট এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বিটুমিনের উপর মাটির স্তর পড়ে পিচ্ছিল অবস্থা তৈরি হয়েছে। লবণবাহী ট্রাক থেকে নির্গত পানি ও কুয়াশায় মাটি কাদা হয়ে দুর্ঘটনার কারণ হচ্ছে।
মোটরসাইকেল আরোহী ইমতিয়াজ আহমেদ জানান, সন্ধ্যার পর সড়ক আরও বিপজ্জনক হয়ে পড়ে, প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে দোহাজারী সড়ক বিভাগের প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, পুলিশকে বিষয়টি জানানো হবে। সবাইকে নজর রাখতে হবে—মাটি কোথা থেকে আনা হচ্ছে এবং কোথায় নেওয়া হচ্ছে।
এআরএস