-67f8edbfb1980.jpg)
নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাংগাপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৫২) এবং অসির দফাদারের ছেলে আজিজুল ইসলাম (৫০)।
আহতরা হলেন- আব্দুস সাত্তারের ছেলে রবিউল ইসলাম এবং একরামুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে আফসার উদ্দিন একটি বিরোধপূর্ণ জমিতে শিশু গাছ লাগান। ওই জমির মালিকানা দাবি করেন একই গ্রামের লালচান। গত বুধবার (৯ এপ্রিল) রাতে আফসার উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম গাছটি কাটেন। পরদিন সকালে লালচান বিষয়টি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে শরিফুল ইসলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় লালচান ও তার পক্ষের লোকজন তাকে মারধর করেন। একপর্যায়ে শরিফুলের স্বজনরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শরিফুল ইসলাম এবং আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ঘটনার পর নিয়ামতপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে কছিমুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও মৃত বেলাল হোসেনের ছেলে কালামসহ ১০ জনকে আটক করেছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আব্দুর রাজ্জাক/এমআই