Logo

সারাদেশ

গাজায় গণহত্যার প্রতিবাদে ধামরাইয়ে তৌহিদী জনতার মিছিল

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:২৯

গাজায় গণহত্যার প্রতিবাদে ধামরাইয়ে তৌহিদী জনতার মিছিল

ছবি : বাংলাদেশের খবর

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ধামরাই উপজেলা চত্বর মাঠে আলেম-ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা জমায়েত হন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ধামরাই ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী, কাসিমুল উলুম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সিরাজুল ইসলাম, ঢুলিপিটা জামে মসজিদের খতিব মুফতি সানাউল হক, উপজেলা জামে মসজিদের মুফতি আব্দুর রহমান, লাকুরিয়া পাড়া জামে মসজিদের খতিব মুফতি লুৎফর রহমান, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব ইয়াসিন আনসারী, গোয়ারীপাড়া জামে মসজিদের খতিব শাকিল আহমেদ, থানার জামে মসজিদের ইমাম আবুল কালাম, ও ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার মোহতামিম মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ইসরাইলি পণ্য বর্জন করতে হবে এবং বিশ্ব মুসলিমকে একত্রিত হয়ে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারা আরও বলেন, ‘আমাদের অনুমতি দিলে আমরা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর