ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:৩৩
-67f8effb62121.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে এবং তা বন্ধের আহ্বানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজ শেষে উপজেলার মুড়াপাড়া বাজার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে এ সমাবেশের আয়োজন করে শির্ক-বিদআত নির্মূল কমিটি, মুড়াপাড়া। এতে সহস্রাধিক মুসুল্লি ও সর্বস্তরের তাওহিদি জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন মজলিসে শুরার সদস্য মাওলানা ইউসুফ ফরিদী, মাওলানা তাওহিদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, মাওলানা শহিদুল ইসলাম এবং মজলিসে আলেম সদস্য মুফতি মুসলিম উদ্দিন, মুফতি হাবিবুর রহমান, মুফতি ইউসুফ জামীল, মুফতি আতিকুর রহমান ও মুফতি ইমদাদুল্লাহ হাশেমী প্রমুখ।
বক্তারা বলেন, আল-আকসা মসজিদ মুসলমানদের আত্মার অংশ। সেখানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও নিরীহ মানুষের ওপর হামলা একটি মানবতাবিরোধী অপরাধ। তারা আন্তর্জাতিক মহলের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
তারা আরও বলেন, ইসরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাড়া-মহল্লায় টিম গঠন করে এসব পণ্য চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে ফিলিস্তিনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
এন বি আকাশ/এআরএস