Logo

সারাদেশ

নাটোর কোর্ট পুলিশের মালখানায় চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:৫০

নাটোর কোর্ট পুলিশের মালখানায় চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ছবি : বাংলাদেশের খবর

নাটোর কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময়ে অফিসারের কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙে মালখানায় প্রবেশ করে চোরেরা। পরে তারা নাটোর সার্কেলের বিভিন্ন থানার আলামত ও অস্ত্র সংরক্ষণের রুমের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি প্রকাশ্যে এলে নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ জানায়, স্বর্ণালংকার ও টাকা চুরি হলেও পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে কোনো গুরুত্বপূর্ণ নথি চুরির তথ্য পাওয়া যায়নি।

নিরাপত্তা বেষ্টিত আদালত এলাকায় এমন ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর