Logo

সারাদেশ

ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

Icon

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:৫৫

ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে কলেজছাত্রী আরজু আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) গভীর রাতে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

নাজিম উদ্দীন সাতকানিয়ার খাগরিয়া মুন্সি বাড়ির বাসিন্দা। তিনি নিহত আরজুর মায়ের খালাতো ভাই।  

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনার পর থেকে পলাতক থাকা প্রধান আসামি নাজিম উদ্দীনকে রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।’  

পুলিশ জানায়, ৮ এপ্রিল বুধবার রাতে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকায় নানা-নানির বাড়িতে বেড়াতে আসা কলেজছাত্রী আরজু ধর্ষণের শিকার হয়ে খুন হন। অভিযুক্ত নাজিম উদ্দীন ভিকটিমের মামা সম্পর্কিত আত্মীয়।  

জানা গেছে, ঘটনার দিন রাতে বাথরুমে যাওয়ার পথে নাজিম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ বাথরুমে ফেলে পালিয়ে যান। আরজুর চিৎকারে তার নানা-নানি এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালিয়ে পালিয়ে যায় সে।  

এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর