Logo

সারাদেশ

শ্রীপুরে নিষিদ্ধ সংগঠনের নেতা নাসির মোড়লের পিতা গ্রেপ্তার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:৫৯

শ্রীপুরে নিষিদ্ধ সংগঠনের নেতা নাসির মোড়লের পিতা গ্রেপ্তার

শফিক মোড়ল। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির মোড়লের পিতা শফিক মোড়লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী মোড়লপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট মাওনা চৌরাস্তা উড়ালসেতুর কাছে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলার আসামি ছিলেন শফিক মোড়ল। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

শফিক মোড়লের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর