Logo

সারাদেশ

থানায় মায়ের অভিযোগ

দুধের শিশুকে বিক্রি করে লাপাত্তা বাবা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৭:২৭

দুধের শিশুকে বিক্রি করে লাপাত্তা বাবা

লালমনিরহাটে দুধের শিশুকে বিক্রি করে লাপাত্তা হয়েছেন আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি। বুধবার (৯ এপ্রিল) বিকেলে আশরাফুলসহ চারজনের নামে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দেন ওই শিশুর মা শাহনাজ বেগম। 

অভিযুক্ত আশরাফুল লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে শালমারা গ্রামের আব্দুল আজিজের ছেলে। শাহনাজ তার সাবেক স্ত্রী এবং একই এলাকার মৃত রহিম উদ্দিনের মেয়ে। 

স্থানীয়রা জানান, গত ৩ বছর আগে শাহনাজ বেগমের সাথে বিয়ে হয় আশরাফুলের। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে বিবাদ চলে আসছিল তাদের সংসারে। এরই মাধ্যে কন্যাসন্তানের মা হন শাহনাজ। কন্যাসন্তান জন্ম দেওয়ায় ক্ষিপ্ত হন স্বামী আশরাফুল। একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়। পরে কৌশলে এক বছরের সন্তানকে নিজের কাছে রেখে আশরাফুল হক নামে এক প্রতিবেশীর কাছে বিক্রি করে পালিয়ে যায় আশরাফুল ইসলাম। 

এ কথা শুনে স্থানীয় মাতব্বরদের দুয়ারে দুয়ারে ঘুরে নিস্ফল হয়ে ফেরেন শিশুর মা শাহনাজ বেগম। অবশেষে বিক্রি হওয়া সন্তানকে ফেরত পেতে বুধবার সাবেক স্বামী আশরাফুল ইসলামকে প্রধান করে ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে শিশুটির পালক বাবা আশরাফুল হক বলেন, ‘আমাদের সংসারে কোনো সন্তান নেই। তাই স্থানীয়দের মাধ্যমে শিশু আরফিনাকে তার বাবার কাছ থেকে কিনে নিয়েছি।’

শিশুর মা শাহনাজ বেগম বলেন, ‘আমার মেয়েকে নিয়ে বিক্রি করেছে যৌতুকলোভী আমার সাবেক স্বামী আশরাফুল। দুধ না পেয়ে আমার মেয়ে কান্না করছে আর আমিও বাচ্চাকে খাওয়াতে না পেয়ে অসুস্থ হয়ে পড়েছি। আমার বাচ্চাকে ফেরত পেতে অনেকের হাতে-পায়ে ধরেছি। কেউ আমাকে সহযোগিতার হাত বাড়ায়নি। তাই বাধ্য হয়ে থানার শরণাপন্ন হয়েছি। আমি নাড়িছেঁড়া ধনকে ফেরত চাই।’

আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাহেবুল ইসলাম টিটুল/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর