Logo

সারাদেশ

ঠাকুরগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২১:০৩

ঠাকুরগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আমগাঁও কিশমত গ্রামে জমি দখলকে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় কমপক্ষে ১০-১২ জন আহত হয়েছেন। 

শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা বর্তমানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষ চলাকালে দুপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, ‘দুপক্ষের আক্রমণাত্মক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গেদুড়া কিশমত এলাকা ও আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

আবু সালেহ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর