Logo

সারাদেশ

কেন্দ্রে উপস্থিত ২৭ পরীক্ষার্থী, হাজিরায় স্বাক্ষর ৩০ জনের

Icon

শাহরাস্তি ( চাঁদপুর ) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:১৮

কেন্দ্রে উপস্থিত ২৭ পরীক্ষার্থী, হাজিরায় স্বাক্ষর ৩০ জনের

চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। কেন্দ্রের উপস্থিতি খাতায় ৩০ জন পরীক্ষার্থীর স্বাক্ষর থাকলেও প্রকৃতপক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাত্র ২৭ জন।

শুক্রবার (১১ এপ্রিল) শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

এদিন প্রথমে উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া বিষয়টি নজরে এনে সংশ্লিষ্টদের জানান। পরে খবর পেয়ে কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্র পরিদর্শন করেন তারা। তবে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য না করে কেন্দ্র ত্যাগ করেন দুজনেই।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেদিন ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও হাজিরার ঘরে ৩০টি স্বাক্ষর রয়েছে। ফরহাদ নামে এক শিক্ষার্থীর আইডি কার্ড যাচাই করার সময় ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় সে পালিয়ে যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী ২৭ জন শিক্ষার্থী উপস্থিত থাকলেও হাজিরা খাতায় ৩০ জনের স্বাক্ষর দেখে বিষয়টি সন্দেহ হয়। এসময় কেন্দ্রে গিয়ে উপস্থিত শিক্ষার্থীদের স্বাক্ষর মিলিয়ে গরমিল পাওয়া যায়। 

এছাড়া বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৩৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও জমা পড়ে ৩৫টি উত্তরপত্র। স্বাক্ষর সংগ্রহ করেন অফিস সহকারী নারায়ণ চন্দ্র দাস।

ঘটনার বিষয়ে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ঈমান হোসেন সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। প্রশাসন বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • আবু মুছা আল শিহাব/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর