Logo

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৮

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ৭টায় মসজিদের ১১টি লোহার দানবাক্স খোলার পর এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা, সঙ্গে ছিল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

শনিবার মসজিদের দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংকের কর্মকর্তা, মসজিদ মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং গণনার কাজে অংশ নেওয়া প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবক।

পাগলা মসজিদের দানবাক্স সাধারণত তিন মাস পরপর খোলা হয়। তবে এবার একটু দেরিতে ৪ মাস ১১ দিন পর বাক্সগুলো খোলা হলো। অতিরিক্ত দান ধারণে এবার নতুন একটি টিনের ট্রাঙ্কও সংযুক্ত করা হয়।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানবাক্সে পাওয়া অর্থ গণনার কাজ চলছে। আশা করা হচ্ছে, এবার অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে। বর্তমানে মসজিদের ব্যাংক হিসাবে জমা আছে ৮০ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৫৭৬ টাকা।

  • আব্দুর রউফ ভুইয়া/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর