Logo

সারাদেশ

ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, প্রাণ গেল শিক্ষার্থীর

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:৪৯

ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, প্রাণ গেল শিক্ষার্থীর

ফেনীর ফুলগাজীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে বাসচাপা পড়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত ও চারজন আহত হয়েছেন। 

শনিবার (১২ এপ্রিল) সকালে ফেনী পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম তাসিন উদ্দিন (১৫)। সে উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম, একই উপজেলার সাহেব নগরের জয়নাল আবেদীন, ভোলার নাছির উদ্দীন ও দাগনভুঞার বেলাল হোসেন। তারা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। আহতদের সবার বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল ১০টার দিকে ফুলগাজী কলাবাগান নামকস্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে  ঘটনাস্হলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এ সময় ৪ যাত্রী আহত হয়েছেন। স্হানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলছে।

এম. এমরান পাটোয়ারী/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর