Logo

সারাদেশ

উপদেষ্টা ফাওজুলের বিরুদ্ধে ক্ষোভ

ভাসানচর হাতিয়ার, দাবি জনতার

Icon

বাংলাদেশের প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:০৩

ভাসানচর হাতিয়ার, দাবি জনতার

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ভাসানচরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং উপদেষ্টা ফাওজুল কবির খানের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে হাতিয়া সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তারা বলেন, ভাসানচর হাতিয়ার অংশ এবং এ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। সন্দ্বীপের বাসিন্দা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ জানান তারা এবং অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করেন।

 এ সময় ব্যক্তব্য দেন হাতিয়া সমিতির সভাপতি এহসানুল কবির সোহেল, সহসভাপতি অ্যাডভোকেট আবু ছায়েদ মোহাম্মদ নোমান, যুবকল্যাণ পরিষদের সভাপতি মো. শাহদাত হোসেনসহ অনেকে।

জানা গেছে, ১৯৫৪ সালে নোয়াখালী থেকে সন্দ্বীপ আলাদা হয়। পরে সাগরে জেগে ওঠা ভাসানচর নোয়াখালী জেলার আওতাভুক্ত হয়ে ৬টি মৌজার অন্তর্ভুক্ত হয়। বনবিভাগ ২০০২-২০০৩ সালে সেখানে বনায়ন করে এবং বর্তমানে এটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রশাসনিকভাবে এটি হাতিয়া উপজেলার অংশ।

দ্বীপ আজাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর