ময়মনসিংহ-মোহনগঞ্জ রুট
ইঞ্জিন নেই ট্রেনও নেই, বিপাকে হাজারো যাত্রী

নাজমুস সাকিব, ময়মনসিংহ
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:১৮
-67fa5a2c143e7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি গত তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি চালু করা যাচ্ছে না। ফলে দুর্ভোগে পড়েছেন এ রুটের যাত্রীরা।
জানা যায়, গত ২৯ ডিসেম্বর থেকে ময়মনসিংহ জংশন স্টেশনে ৫ নাম্বার লাইনে ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটের লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে। পূর্বে, এ ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থী, চাকুরিজীবী, ব্যবসায়ীসহ কয়েক হাজার মানুষের যাতায়াতের মাধ্যম ছিল।
কৃষিপণ্য পরিবহনে ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার কারণে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষার্থী এবং চাকুরিজীবীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কিছু যাত্রী আন্তঃনগর ট্রেন ব্যবহার করলেও বেশিরভাগই সড়কপথ বেছে নিয়েছেন। যার ফলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এবং সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আলী হোসেন বলেন, ‘লোকাল ট্রেনে কম খরচে মালামাল পরিবহন করতাম। কিন্তু ট্রেন বন্ধ থাকায় বাস ও সিএনজি দিয়ে পরিবহন করতে হচ্ছে। যার ফলে চারগুণ বেশি খরচ হচ্ছে। এতে আয় কমে গেছে, সংসারে টানাপোড়ন চলছে।’
এদিকে, ময়মনসিংহ স্টেশনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম। তারা দাবি করেছেন, বাসমালিকদের সিন্ডিকেটের কারণে ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। দ্রুত ট্রেনটি চালু না হলে তারা রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
ময়মনসিংহ জংশন স্টেশনের স্টেশন সুপারিন্টেনডেন্ট নাজমুল হক খান জানান, ‘লোকাল ট্রেনের ইঞ্জিনগুলো অনেক পুরোনো হয়ে গেছে এবং এখন পুরোপুরি বিকল। ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি বন্ধ রয়েছে, এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
নাজমুস সাকিব/এআরএস