দাগনভূঞায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:৪৪
-67fa601c12b50.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর দাগনভূঞায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহ আলম দুলালের চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১২ এপ্রিল) দুপুরে তুলাতলি বাজারে আজিজ ফাজিলপুর ও সেকান্দারপুরের বাসিন্দারা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে আরএলবি-২ ইটভাটার মালিক আবদুর রহমান অভিযোগ করে বলেন, ‘দুলাল আমার কাছে ২১ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দেয়ায় পরিবেশ অধিদপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে চারবার ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। এতে মালিকসহ শতাধিক শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
শাহ আলম দুলালের ভাই জানে আলম বলেন, ‘দুলাল একজন সন্ত্রাসী। সে আমার সম্পত্তিও জোরপূর্বক দখলে রেখেছে। তার কারণেই ইটভাটা ভাঙা হয়েছে। আমি নিজেও তার শাস্তি চাই।’
অভিযোগে আরও বলা হয়, শাহ আলম দুলালের প্রভাবের কারণে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন এবং তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। মানববন্ধনে সেকান্দারপুর ও আজিজ ফাজিলপুর এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে শাহ আলম দুলাল বলেন, ‘ইটভাটার রাস্তা আমার পৈতৃক সম্পত্তির ওপর। জায়গা উদ্ধারে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় আইনগতভাবে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আরা কলি জানান, ২০২১ সাল থেকে ইটভাটাটির লাইসেন্স নেই এবং এটি পরিবেশ দূষণ করছিল। কেন্দ্রীয় নির্দেশে ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে এটি গুঁড়িয়ে দিয়েছেন।
দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমরান পাটোয়ারী/এআরএস