Logo

সারাদেশ

বরিশালে আওয়ামী লীগ নেতা টিপু গ্রেপ্তার

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৮:৫০

বরিশালে আওয়ামী লীগ নেতা টিপু গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঠাকুরমল্লিক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন।

গ্রেপ্তার টিপু সুলতান বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ওই গ্রামের বাসিন্দা আব্দুল মালেক মাস্টারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলায় টিপু সুলতান ৩২০ নম্বর আসামি।

জেআই জুয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর