শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:০৫
-67fa650293f48.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন—আব্দুর রক, আব্দুল শফিক, আব্দুল জলিল, আব্দুল মমিন, আবুল লেইস, ছয়ফুল মিয়া, হাসনাত, আব্দুল বাছিত, আব্দুল জাহির ও আব্দুল তাহির।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গ্রামের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তেই একটি মুদি দোকানসহ ১০টি বসতঘর, আসবাবপত্র ও নগদ টাকা সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এক ভুক্তভোগী বলেন, ‘সবকিছু চোখের সামনে শেষ হয়ে গেল। কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমরা নিঃস্ব।’
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়েই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, সহায়তা অব্যাহত থাকবে।’
মো. আব্দুল হালিম/এআরএস