Logo

সারাদেশ

মোংলায় চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:১২

মোংলায় চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন মোংলা থেকে ১টি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস এবং শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। 

শুক্রবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার জয়মনিরঘোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই চামড়া ও মাংস উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ডের সদস্যরা। 

শনিবার (১২ এপ্রিল) সকালে জব্দকৃত হরিণের চামড়া, মাংস ও কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়। 

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, হরিণের চামড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। জব্দ নৌকা, চামড়া ও মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ও উপকূল রক্ষায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর