Logo

সারাদেশ

পাবনায় বাজার পরিস্থিতি নিয়ে ক্যাবের মতবিনিময় সভা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:২৫

পাবনায় বাজার পরিস্থিতি নিয়ে ক্যাবের মতবিনিময় সভা

ছবি : বাংলাদেশের খবর

পাবনায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার উদ্যোগে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সিনসা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মো. আব্দুল আলিম।

সভায় বক্তারা পাবনা জেলা প্রশাসকের পদক্ষেপের প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে তার উদ্যোগ সফল হয়েছে। ক্যাব নেতৃবৃন্দ সিন্ডিকেট প্রতিরোধে এ পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানান। তারা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটি শান্তিপূর্ণ পাবনা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

শফিক/এআরএস
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর