Logo

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ৯ কোটির বেশি টাকা

Icon

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৯:৪০

পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ৯ কোটির বেশি টাকা

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। ৪ মাস ১৩ দিনে জমা হওয়া এসব দান থেকে মোট ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা—যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৬টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান।

এর আগে ২০২৪ সালের ৩০ নভেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ২৯ বস্তা টাকা। তখন ৩ মাস ১৩ দিনে সংগৃহীত দানের পরিমাণ ছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা।

শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। বস্তায় ভরা টাকা সকাল সাড়ে ৮টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় ঢেলে গণনা শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

গণনায় অংশ নেয় পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসার ১৩০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ১৫৫ জন ছাত্র, মসজিদের ৩৬ জন স্টাফ, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ জন সদস্য।

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, মসজিদ ও ইসলামি কমপ্লেক্স পরিচালনার খরচ বাদ দিয়ে দানের টাকা ব্যাংকে জমা রাখা হয়। সেখান থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা দেওয়া হয়। বর্তমানে মসজিদের হিসাব অনুযায়ী অ্যাকাউন্টে জমা রয়েছে মোট ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা।

মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, ছয়তলাবিশিষ্ট একটি দৃষ্টিনন্দন ইসলামি কমপ্লেক্স নির্মাণের জন্য ১১৫ কোটি টাকার একটি মেগা প্রকল্প নেওয়া হয়েছে। এখানে অর্ধলাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য থাকবে পাঁচ হাজার ধারণক্ষমতার আলাদা নামাজ কক্ষ। পরামর্শক নিয়োগ দিয়ে নকশা চূড়ান্ত করার পর দরপত্র আহ্বান করা হবে।

প্রসঙ্গত, কিশোরগঞ্জের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত পাগলা মসজিদ দানের বিশাল অঙ্কের জন্য দেশজুড়ে পরিচিত।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর