বাউফলে অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৮:২১
-67fb1fa8d302b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কৃষক পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাউফল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব যৌতা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারটি ফকু হাওলাদার নামের একজন কৃষকের। তিনি ওই ঘরে পরিবারসহ বসবাস করতেন।
স্থানীয়রা জানান, ঘরের বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফকু হাওলাদারের পরিবার ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের ভেতরে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা, গরু বিক্রির ৫ লাখ টাকা, ফার্নিচারসহ প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও সরু ও কাঁচা রাস্তার কারণে তারা মাঝপথ থেকেই ফিরে যেতে বাধ্য হয়। ফায়ার সার্ভিসের একজন সদস্য বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে, আমাদের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন কৃষক ফকু হাওলাদার। তিনি বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেল। গরু বিক্রির টাকা, চাল-ডাল, কাপড়চোপড়—কিছুই রইলো না। এখন আমরা খোলা আকাশের নিচে।
আরিফুল ইসলাম সাগর/এমবি