টঙ্গীবাড়ী বাজারে যানজট নিরসনে নতুন উদ্যোগ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:১০
-67fb2b1aea0a6.jpg)
ছবি : বাংলাদেশের খবর
তিন লাখ মানুষের বসবাস মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর অন্যতম সমস্যা যানজট। উপজেলা সদরের টঙ্গীবাড়ী বাজার চৌরাস্তায় প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয় যানজট। এতে ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী, উপজেলা হাসপাতালে আসা রোগী, ঢাকায় যাতায়াতকারী যাত্রীরা ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা। দীর্ঘদিন ধরে এ সমস্যায় জর্জরিত এলাকাবাসী ও প্রশাসনের পক্ষ থেকে এবার কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে একযোগে কাজ শুরু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) উপজেলা প্রশাসন, বাজার ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, রোববার (১৩ এপ্রিল) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গীবাড়ী বাজারে ট্রাক চলাচল বন্ধ থাকবে। উপজেলা সকল হিমাগার কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হবে।
উপজেলা বাস মালিক সমিতির নেতা নূর হোসেন সরদারকে জানানো হয়, বাসগুলো যাতে টঙ্গীবাড়ী বাজারে প্রবেশ না করে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অটোরিকশাগুলোকে বাজারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনটি নির্ধারিত পয়েন্টে গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। গোয়ালবাড়ী বীজ সংস্কার করে বাস স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়।
বক্তারা আরও জানান, বাজারে গাড়ি প্রবেশের কারণে ক্রেতাদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে বৃদ্ধ ও নারীদের জন্য এটি আরো কষ্টকর। এজন্য ছোট পিকআপে মালামাল পৌঁছানোর ব্যবস্থা করা হবে। অটোরিকশা চালকদের পেশাদারি আচরণ নিশ্চিত করার জন্য এডহক কমিটি গঠন করা হবে। ব্যবসায়ীরা পাহারাদারদের নিজস্ব তহবিল থেকে বেতন দেবেন।
এ সময় উপজেলা বিএনপি সভাপতি রিপন মল্লিক জানান, বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে যানজটের সমস্যা সমাধান করতে হবে। এছাড়া গোয়ালবাড়ী ব্রিজ দ্রুত নির্মাণ করতে হবে। বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে পাহারাদারের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, ব্যবসায়ীদের পাশাপাশি গাড়ি চালকদের নিয়েও সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ব্যবসায়ীদের দোকানের সামনের জায়গা দখল করে ব্যবসা করা বন্ধ করতে হবে। ক্যামেরা বসাতে হবে সকল ব্যবসায়ীদের দোকানে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, টঙ্গীবাড়ী বাজারের যানজট নিরসনে ইতোমধ্যে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, দুইটি বাইপাস রাস্তা নির্মাণের কাজ চলছে, যা যানজট নিরসনে সহায়ক হবে। এছাড়া, ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের সুবিধা বিবেচনা করে দ্রুত বাজারের এডহক কমিটি গঠন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। দ্রুত গোয়ালবাড়ী ব্রিজ নির্মাণ করতে যথাযথ কর্তৃপক্ষের নিকট অবহিত করা হবে। টঙ্গীবাড়ী মৌজার দাগ নং ৭১ এ ৬ শতাংশ খাস এবং দাগ নং ৭২ এ ৪৯ শতাংশ রাস্তার জমি রয়েছে। সেখানে বাস স্ট্যান্ড করতে হবে। গোয়ালবাড়ী ব্রিজের পাশে খাস জমি আছে। সেখানে অটোরিকশা স্ট্যান্ড করা যায়। একে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন জমিতে স্ট্যান্ড করলে সমাধান সম্ভব। আমরা টঙ্গীবাড়ীতে অন্তত ২ জন ট্র্যাফিক পুলিশ নিয়োগের চেষ্টা করবো। ব্যবসায়ীরা বলেছেন, সহায়তা করে লোক নিয়োগ দিবেন। তবে দ্রুত বাজারের এডহক কমিটি গঠন করতে হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের জন্য সুবিধা হয়, কিন্তু বাজারে গাড়ি আসলেই যানজট শুরু হয়। দুটি বাইপাস রাস্তা নির্মাণ কাজ চলছে। শরীফ কোল্ড স্টোরেজ ও মাঝি বাড়ি জামে মসজিদ সংলগ্ন মারিয়ালয় খালে ব্রিজ নির্মাণ হলে দক্ষিণ অঞ্চলের গাড়ি আর বাজারে ঢুকতে হবে না। আরেকটি বাইপাস গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে রংমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাজ শেষের দিকে। উপজেলা পরিষদের পূর্ব পাশের পুকুরের দক্ষিণ পাড়ের দোকানগুলো সরিয়ে কাজী মার্কেটের পূর্ব পাশে পুকুরের ভরাট স্থানে স্থানান্তরিত করতে হবে।
এ সময় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব আহ্বায়ক সুমন চোকদার, ব্যবসায়ী আব্দুল হাই, আব্দুল মান্নান, দুলাল হাজী, মো. ফারুক মাঝি, মারুফ ইসলাম ছেন্টু, আক্তার হোসেন স্বপন ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নাজমুল ইসলাম পিন্টু/এমবি