গাজীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে আবাসিক হোটেলে ভাঙচুর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩০
-67fb2fe651339.jpg)
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিল শেষে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে কয়েকটি আবাসিক হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কর্মসূচি শেষে কিছু অংশগ্রহণকারী কোনাবাড়ির বিভিন্ন আবাসিক হোটেলে প্রবেশ করেন। তারা এসব হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ভাঙচুর চালায়। একপর্যায়ে হোটেলের আসবাবপত্র রাস্তায় এনে তারা আগুন ধরিয়ে দেয়। এতে হোটেলগুলোর জানালা ও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে কোনাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দেলোয়ার হোসেন/এমবি