Logo

সারাদেশ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ফাগুয়া উৎসব উদযাপন

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৬

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ফাগুয়া উৎসব উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শিল্পাঞ্চলের শ্রমিক জনগোষ্ঠী নানা আয়োজনের মধ্য দিয়ে ফাগুয়া উৎসব-২০২৫ উদযাপন করেছে।

শনিবার (১২ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত এ উৎসব জেলা প্রশাসন ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন অন্তবর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

তিনি বলেন, এ উৎসবে উপস্থিত থাকার জন্য ঢাকা থেকে সিলেট পর্যন্ত পৌঁছে বিশেষ কাজে আবার ঢাকা ফিরে যেতে হয়েছে। আগামী বছর আমি সরকারে না থাকলেও দেশেই থাকব। তখন এ ফাগুয়া উৎসবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করব।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে স্বাগত বক্তব্য দেন ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বালিশিরা চা বাগানের ডিজিএম মো. সালাউদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম, ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের সদস্যসচিব অনিল তন্তবায়, ও চা শ্রমিক নেতা পরিমল সিং বাড়াইক।

এছাড়া উৎসবে চা শ্রমিক শিল্পীরা নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে চা বাগানের ইতিহাস, ঐতিহ্য ও তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন। এর পাশাপাশি উপস্থিত সবাই একে অপরকে আবির ও রঙ মাখিয়ে আনন্দে মেতে ওঠেন। উৎসবে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফিনলে টি কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চা শ্রমিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আল ইব্রাহিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর