-67fb36278693d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের ছাতকে পাবলিক খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ইজারাদারের লোককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ এপ্রিল) ছদ্মবেশে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।
জানা যায়, খেয়াঘাটে নির্ধারিত ৫ টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ১০ টাকা করে আদায় করা হচ্ছিল। এ অভিযোগে পৌর শহরের নোয়ারাই গ্রামের বাসিন্দা ও খেয়াঘাটে অর্থ আদায়কারী শাহেদ মিয়াকে (৪২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে খেয়াঘাটে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে দেওয়ার নির্দেশ দেন ইউএনও।
স্থানীয়দের অভিযোগ, দিনে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি রাতে সেটি দ্বিগুণ কিংবা তিনগুণ পর্যন্ত আদায় করা হয়। তবে মান-সম্মানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। প্রতিদিন প্রায় এক হাজার যাত্রী এ খেয়াঘাট দিয়ে পারাপার হন। যার ফলে নীরবে বিপুল অর্থ আদায় হচ্ছে—এটিকে অনেকে ‘নীরব চাঁদাবাজি’ বলেও উল্লেখ করেন।
ইজারাদার সজিব চৌধুরী দাবি করেন, খেয়াঘাটে তিনটি নৌকা চলাচল করছে। জেলা পরিষদ নির্ধারিত ভাড়া ৫ টাকাই নেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
আব্দুল হালিম/এমবি