বন্যহাতি হত্যা মামলা, হয়রানির অভিযোগে মানববন্ধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৩
-67fb3c34ae4ab.jpg)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং এলাকায় বন্যহাতি হত্যার ঘটনায় সরওয়ার হোসেন ও জাফর আহমদকে ‘ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর’ অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইবরাহিম খলিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত, বিএনপি নেতা মোজাম্মেল হক সিকদার, ইউপি সদস্য আবদুল আলীম, রফিক আহমদ, হাসান আলী লেদু, আহমদ হোসাইন, রওশন আলী, সাহাব মিয়া, ফজল করিম, নুরুল কাদের, মো. আরিফসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যেদিন বন্যহাতি হত্যার ঘটনা ঘটেছে, সেদিন সরওয়ার হোসেন ছিলেন ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে। অথচ শুধুমাত্র ঘটনাস্থলের মালিকানা তার—এ অজুহাতে তাকে মামলায় আসামি করা হয়েছে। এটি সম্পূর্ণ হয়রানিমূলক মামলা।
তাদের দাবি, মূলত এ ঘটনার সঙ্গে বনবিট কর্মকর্তা আলমগীর হোসেন নিজেই জড়িত। তার সহযোগিতায় শিকারি চক্র হাতিটিকে হত্যা করে দাঁত ও পায়ের নখ কেটে নিয়ে গেছে। এরপর নিজের দায় এড়াতে নিরপরাধ ব্যক্তিদের মামলায় আসামি করেছেন তিনি।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরওয়ার ও জাফরকে মামলা থেকে অব্যাহতি না দিলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। একই সঙ্গে বন বিভাগের চাঁদাবাজিসহ সব অপকর্মের শ্বেতপত্র প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বাঁশখালীর জঙ্গল পাইরাং এলাকায় একটি বন্যহাতি হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে ৯ এপ্রিল হাতিটির ময়নাতদন্ত করে মাটিচাপা দেওয়া হয়। এরপর ১০ এপ্রিল জলদী রেঞ্জের চেচুরিয়া বনবিট কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে সরওয়ার হোসেন ও জাফর আহমদসহ অজ্ঞাত ১৫-১৮ জনকে আসামি করে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।
তাফহীমুল ইসলাম/এমবি