Logo

সারাদেশ

পাহাড়ে শুরু সাংগ্রাই উৎসব

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:০৫

পাহাড়ে শুরু সাংগ্রাই উৎসব

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। বর্ষবরণকে কেন্দ্র করে পাহাড়জুড়ে এখন উৎসবের আমেজ। রোববার (১৩ এপ্রিল) সকালে বান্দরবানের স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয় এ উৎসবের শোভাযাত্রা। বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

উৎসবমুখর এ আয়োজনে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকমা, মারমা, বম, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, খেয়াং ও ম্রোসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে তারা হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। রঙিন শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে।

প্রতিবছর পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে মারমা সম্প্রদায় যে উৎসবটি পালন করে, তা-ই সাংগ্রাই। এ বছরও সাত দিনব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে এ উৎসব। মারমা পল্লীগুলোতে চলছে হাজার প্রদীপ প্রজ্বালন, পিঠা উৎসব, লোকজ মেলা ও অন্যান্য নানা সাংস্কৃতিক আয়োজন।

সাংগ্রাই উৎসবের মূল আকর্ষণ ‘মৈত্রী পানি বর্ষণ’ বা জলকেলি। পুরোনো বছরের ক্লান্তি ও দুঃখ মুছে একে অপরকে পানি ছিটিয়ে উদযাপন করা হয় এ উৎসব। শুধু স্থানীয়রাই নয়, দেশি-বিদেশি অনেক পর্যটকও যোগ দিয়েছেন এ জলকেলিতে। তরুণ-তরুণীদের চোখে-মুখে খুশির ঝিলিক, ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নিতে পারায় তারা দারুণ আনন্দিত।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জানান, সাংগ্রাই উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সোহেল কান্তি নাথ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর