Logo

সারাদেশ

ডাকাতি-ছিনতাই : আতঙ্কের নাম ঢাকা-আরিচা মহাসড়ক

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৫

ডাকাতি-ছিনতাই : আতঙ্কের নাম ঢাকা-আরিচা মহাসড়ক

ছবি : বাংলাদেশের খবর

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাইকারীদের উপদ্রব বেড়েই চলেছে। যাত্রীবেশে বাসে উঠে আগে থেকেই ওঁতপেতে থাকে তারা। পরে সময় মত যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সর্বস্ব লুটে নিয়ে নেমে যায়। এমনই ঘটনার বিবরণ দেন বাসে ছিনতাইয়ের শিকার যাত্রীরা।

দিন-দুপুরে এই মহাসড়কে ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। গত তিন মাসে এই মহাসড়কে অন্তত ৬টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সবমিলিয়ে যাত্রীদের কাছে এখন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে ঢাকা-আরিচা মহাসড়ক।

এই মহাসড়কে একের পর এক ঘটনার কারণে পুলিশের টহল টিম জোরদার করা হয়েছে। তবে কোনো কিছুতেই হচ্ছে না এর সমাধান। ঘটেই চলেছে চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির মত ভয়ংকর ঘটনা। যাতে করে অনেকেই এই সড়কের গণপরিবহনে চলাচল নিরাপদ মনে করছেন না। তাদের মতে অন্য সড়ক ব্যবহার করাই উত্তম। তবে সকালের দাবি এই সড়কের নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।

গত ১১ এপ্রিল ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজের ওপর ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান। আধাঘণ্টার ব্যবধানে দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় ‌রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীবেশে থাকা ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থাকা মূল্যবান মালামাল লুটে নেন।

এর আগে ৪ এপ্রিল বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। চন্দ্রা থেকে ঢাকাগামী বাসটি ব্যাংক টাউন ব্রিজ এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী যাত্রী সেজে বাসে ওঠেন। এরপর তারা ছুরি বের করে যাত্রীদের চুপ থাকতে বলে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেন।  

গত ২৪ মার্চ রাত সাড়ে ৭টার দিকে সাভারের সিএন্ডবি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা যাত্রীদেরকে চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যান।

তার কিছুদিন আগে গত ২ মার্চ দুপুরে দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে সাভারের পুলিশ টাউন এলাকার সেতুর কাছে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

গত তিন মাসে একই মহাসড়কে বারবার ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক এখন এক আতঙ্কের নাম। খুব বেশি জরুরি না হলে এই সড়কে চলাচল না করাই ভালো বলে মনে করছেন সবাই।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, মহাসড়কের ছিনতাই বন্ধে এই সড়কে দুটি চেক পোস্ট বসানো হয়েছে। যা দিনের বেলায় ও সারারাত চলমান থাকে। বর্তমানে আমাদের ফোর্স সংকট রয়েছে।  ফোর্স দেওয়ার কথা রয়েছে। ফোর্স আসলে আমাদের চেকপোস্ট আরও বাড়বে। 

এ সময় তিনি জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সাথে হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে।

হাসান ভুঁইয়া/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর