কালবৈশাখী ঝড়ে ‘ঘুমন্ত অবস্থায়’ নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৪:১৭
-67fb73197f0c3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় ছকিলা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ভোররাত ৪টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছকিলা বেগম স্থানীয় গোলাম হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামী বাড়িতে না থাকায় ছকিলা বেগম একাই নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে হঠাৎ করে প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সময় ঘরের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে পড়ে তার ঘরের ওপর। এতে ঘুমন্ত অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঝড় থেমে গেলে বাড়ির অন্য সদস্যরা ঘরের উপর গাছ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে গাছ সরিয়ে ছকিলা বেগমের মরদেহ উদ্ধার করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফজলুল করিম ফারাজী/এমবি