Logo

সারাদেশ

কালিয়াকৈরে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৫৫

কালিয়াকৈরে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় অভিযানে তাদের আটক করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) যুবায়ের আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল চন্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

পরে আটককৃতদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) যুবায়ের আহমদ জানান, আটক ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেলোয়ার হোসেন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর