Logo

সারাদেশ

মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৫:১৮

মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা

ছবি : বাংলাদেশের খবর

আগামী ১৫ এপ্রিল (মঙ্গলবার) মধ্যরাত থেকে ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা বঙ্গোপসাগরে শুরু হচ্ছে। যা চলবে ১১ জুন পর্যন্ত। এ নিষেধাজ্ঞা আগে ছিল ৬৫ দিনের। তবে এ বছর সময়সীমা কমিয়ে ও ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে তা পুনর্বিন্যাস করেছে সরকার। এতে সন্তোষ প্রকাশ করেছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা ও মৎস্য সংশ্লিষ্টরা।

জানা গেছে, ইলিশসহ সামুদ্রিক মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য ২০১৫ সাল থেকে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করত সরকার। তবে এ সময় ভারতের জেলেরা মাছ ধরার সুযোগে বাংলাদেশি জলসীমায় প্রবেশ করে মাছ আহরণ করায় দেশীয় জেলেদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

দীর্ঘদিন ধরে জেলেরা দাবি জানিয়ে আসছিলেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সঙ্গে সমন্বয় করে অবরোধ কার্যকর করার জন্য। অবশেষে চলতি বছর তাদের দাবির প্রতি সাড়া দিয়ে ভারতের সঙ্গে মিল রেখে সময়সীমা কমিয়ে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে ট্রলার মাঝি সামসু ব্যাপারী বলেন, বিগত বছরের তুলনায় এবার সময় কমানোয় আমরা খুশি। তবে সরকারের কাছে আমাদের দাবি, অবরোধের শুরুতেই প্রণোদনা দেওয়া হোক এবং পরিমাণও বাড়ানো হোক।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, সরকারের এ যুগান্তকারী পদক্ষেপের ফলে শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী জেলেরাও উপকৃত হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি ঋণসহ অন্যান্য সুবিধাও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য—মাছের ডিম ছাড়ার সময় নিশ্চিন্তে প্রজনন নিশ্চিত করা এবং ছোট মাছ বড় হওয়ার সুযোগ দেওয়া। ফলে এখন বড় আকারের ইলিশ ধরা পড়ছে। আশা করছি এবারও আমাদের অবরোধ ফলপ্রসূ হবে।

পটুয়াখালী মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রতি জেলেকে ৭৭ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়া অবরোধ শতভাগ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পটুয়াখালী জেলায় নিবন্ধিত ৮১ হাজার জেলের মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা ৪৭ হাজার।

জাকারিয়া জাহিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর