ফকিরহাটে গাড়ি চাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৫:২৬

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মো. আতিয়ার রহমান (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার রাজপাট-সোনাখালী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতিয়ার রহমান বাগেরহাটের যাত্রাপুর এলাকার ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের একজন কর্মচারী ছিলেন।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান জানান, ‘রাতে ডিউটি শেষ করে আতিয়ার রহমান সকালে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মূলঘর এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে যান এবং এরপর দ্রুতগামী আরেকটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনও দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টির পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত সড়কে সিসিটিভি স্থাপন ও যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
এস.এম. সাইফুল ইসলাম কবির/এমএইচএস