Logo

সারাদেশ

কুমিল্লায় দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৮:২১

কুমিল্লায় দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে গজারিয়া নূরানী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী (৯) ও গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী (১০) নিজ বাড়িতে খেলছিল। এ সময় পার্শ্ববর্তী বাড়ির ওমর আলী কোদাল নেওয়ার কথা বলে তাদের বাড়িতে গিয়ে সুযোগ বুঝে তাদের শ্লীলতাহানি করে। ছাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তিনি পালিয়ে যান।

পরবর্তীতে রোববার ভুক্তভোগীদের পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওমর আলীকে গ্রেপ্তার করে। তিনি পেশায় কৃষক এবং গজারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি হিলাল উদ্দিন আহমেদ।

সোহাগ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর