Logo

সারাদেশ

নতুন বছর বরণে ত্রিপুরা-মারমাদের উৎসব শুরু

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৮:৩৬

নতুন বছর বরণে ত্রিপুরা-মারমাদের উৎসব শুরু

ছবি : বাংলাদেশের খবর

নদীতে ফুল ও কাপড় ভাসিয়ে গঙ্গা দেবীকে পূজা জানিয়ে রোববার (১৩ এপ্রিল) থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসব শুরু হয়েছে।

সকালে সূর্যোদয়ের পর ত্রিপুরা নারীরা হাতে ফুল ও রিনাই-রিসা (হাতের তৈরি কাপড়) নিয়ে নদীর তীরে জড়ো হন। পূজা শেষে নদীতে কাপড় ভাসিয়ে দেওয়া হয়।

তাদের বিশ্বাস, এ পূজা পুরোনো দুঃখ-কষ্ট দূর করবে এবং নারীশিল্পীদের হাতে কাজ হবে আরও নিপুণ ও সুন্দর। এ উপলক্ষে নানা বয়সী ত্রিপুরা নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে একত্র হয়ে পূজায় অংশ নেন।

অন্যদিকে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায় ১৪ এপ্রিল নতুন বছর বরণে আয়োজন করবে বর্ণিল মঙ্গল শোভাযাত্রার। মাহা সাংগ্রাই উৎসব উপলক্ষে খাগড়াছি সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভাইয়া।


জেলার বিভিন্ন স্থান থেকে আগত মারমা নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা ঐতিহ্যবাহী পোশাকে, ঢাক-ঢোলের তালে নৃত্য করে অংশ নেয় এই শোভাযাত্রায়।

আয়োজকরা জানান, মারমা জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের সামনে নিজেদের ঐতিহ্য তুলে ধরতেই তাদের এ প্রয়াস। সপ্তাহব্যাপী চলবে নানা ঐতিহ্যবাহী খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা, যার মধ্যে ‘দ’ ও ‘আলারী’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর