Logo

সারাদেশ

পরশুরামে মুহুরী নদীতে টেকসই সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৮:৪১

পরশুরামে মুহুরী নদীতে টেকসই সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরামে মুহুরী নদীর ঝুঁকিপূর্ণ সেতুর স্থানে টেকসই গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে পরশুরাম-সুবারবাজার সড়কে মুহুরী সেতুর পাশে ‘পরশুরাম উন্নয়ন ফোরাম’ এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান সবুজ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আব্দুল আজিজ রুবেল।

এ সময় বক্তব্য দেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, মির্জানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন চৌধুরী, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা যুগ্ম-সেক্রেটারি সাইফুল ইসলাম, ফেনী জেলা শিবিরের সাবেক সভাপতি শাহিদুল আবছার, মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজীব, সুবারবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামিমুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মো. শহিদ উল্লাহ ভূঁইয়া, ছাত্রদল নেতা শামিম ভূঁইয়া সুমন, যুবদল নেতা মো. শাহ জালাল, উন্নয়ন ফোরামের অফিস সম্পাদক শাকিব আজিজ, ক্রীড়া সম্পাদক শাহিন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, মুহুরী নদীর ওপর এই সেতুটি পরশুরাম ও ফেনী শহরের সঙ্গে মির্জানগর ইউনিয়নের প্রধান যোগাযোগ মাধ্যম। এটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত টেকসই গার্ডার সেতু নির্মাণ না হলে প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। শিক্ষার্থীদের যাতায়াতও কঠিন হয়ে পড়বে। তাই অবিলম্বে নতুন সেতু নির্মাণের দাবি জানান তারা।

এমরান পাটোয়ারী/এআরএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর