ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

নেত্রকোনার মদনে ছাগলে ধান ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৮ থেকে ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। গুরুতর আহত তৌহিদ মিয়া ও ক্বারী ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় পল্লী চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার বোরো ধান ক্ষেত খাচ্ছিল একই গ্রামের আকবর মিয়ার ছাগল। এ নিয়ে বিকেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ইমাম হোসেনসহ অন্তত ১৮ জন আহত হন। গুরুতর অবস্থায় ইমাম হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই সেখানে তিনি মারা যান।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিজাম তালুকদার/এআরএস