শেরপুরে ভুট্টা ক্ষেত থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৪৯
-67fbc0ce2c466.jpg)
ছবি : বাংলাদেশের খবর
শেরপুর সদরে ভুট্টা ক্ষেত থেকে আনন্দ ইসলাম (২৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া এলাকায় ভুট্টা ক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আনন্দ ইসলাম চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, গত শুক্রবার আনন্দ বাড়ি থেকে বেড়ানোর কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। মাঝে মধ্যে এভাবে বেরিয়ে যাওয়া ছিল তার অভ্যাস। তাই পরিবারের কেউ শুরুতে খোঁজ নেয়নি।
শনিবার সকালে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পরিবার এসে মরদেহ শনাক্ত করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছি। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি দ্রুতই প্রকৃত ঘটনা উদঘাটন করতে পারব।’
শাহরিয়ার শাকির/এআরএস