Logo

সারাদেশ

পহেলা বৈশাখে আকাশচুম্বী ইলিশের দাম

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৮

পহেলা বৈশাখে আকাশচুম্বী ইলিশের দাম

ছবি : বাংলাদেশের খবর

বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ এবং এ উৎসবের বিশেষ খাবার পান্তা-ইলিশ। তবে এবার ইলিশের দাম উর্ধ্বগতির কারণে ক্রেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।

পটুয়াখালীর বৃহত্তম পাইকারি মাছ বাজার মহিপুর ও আলীপুরে ১ কেজি ইলিশের দাম ২২শ' থেকে ২৫শ' টাকা, ৭০০-৯০০ গ্রাম ইলিশের দাম ১৬শ' থেকে ১৮শ' টাকা, ৫০০-৭০০ গ্রাম ইলিশ ১ হাজার থেকে ১২০০ টাকা এবং ছোট ইলিশ ৬শ' থেকে ৮শ' টাকায় বিক্রি হচ্ছে।

এ পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে বিরক্তি দেখা যাচ্ছে। ক্রেতা আ. রহিম মিয়া বলেন, ‘ইলিশের দাম চড়া, টাকা অনুযায়ী অন্য মাছ কিনতে হয়েছে, এবার পান্তা-ইলিশ খাওয়া হল না।’

মহিপুর হালাদার মৎস্য আড়ৎ মালিক মো. জলিল হাওলাদার জানান, সাগরে মাছের স্বল্পতা এবং পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা বেশি হওয়ায় দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে গেছে।

জাকারিয়া জাহিদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর