Logo

সারাদেশ

নোয়াখালীতে অটোরিকশা চালক বাবর হত্যার প্রতিবাদে মানববন্ধন

Icon

বাংলাদেশের প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:০২

নোয়াখালীতে অটোরিকশা চালক বাবর হত্যার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালীতে অটোরিকশা চালক বাবর হত্যার ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মাইজদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহত বাবরের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। এ সময় স্বজনদের আহাজারিতে জেলা প্রশাসক কার্যালয় ভারি হয়ে ওঠে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশু। তারা অভিযোগ করেন, হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় নিহত বাবরের স্বজনরা থানায় হত্যা মামলা দায়ের করলেও খুনিদের ধরতে পুলিশ ব্যর্থ হয়েছে। এমনকি তার ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়নি। তারা দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

গত বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার ডাক্তারহাট সংলগ্ন স্লুইজগেইট এলাকায় একটি কবরের পাশে বাবরের মরদেহ পাওয়া যায়। এর আগে ৯ এপ্রিল রাতে নিখোঁজ হন তিনি। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা বাবরকে খুন করে তার অটোরিকশা নিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাবর নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যম করিমপুর গ্রামের মৃত মো. সেলিমের ছেলে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ একটি টিম গঠন করে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দ্বীপ আজাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর