বরিশালে প্রেমের ফাঁদে ব্যবসায়ী খুন, প্রেমিকা ও বাবা গ্রেপ্তার

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:০৮
-67fbc544d334f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল নগরীর কলেজ এভিনিউতে আলোচিত ব্যবসায়ী মাসুদুর রহমান হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রেমিকা হাফিজা বেগম শান্তা (৩১) এবং তার বাবা শওকত হোসেন মোল্লা (৬৩) কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে বরিশালের নথুল্লাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৯ এপ্রিল কলেজ এভিনিউর জিমি ভবনের দোতলায় মাসুদুর রহমানকে হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরকীয়াজনিত কারণে বাকবিতণ্ডা এক পর্যায়ে প্রেমিকা শান্তা ও তার সহযোগীরা মাসুদুরকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভিকটিমের ভাই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তে বেরিয়ে আসে, প্রেমের সম্পর্কের আড়ালে দীর্ঘদিন ধরে মাসুদুরের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন শান্তা। ঘটনার দিন বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে মাসুদুর রাজি না হওয়ায় বিবাদ শুরু হয়। এরপর শান্তা ও তার সহযোগীরা মাসুদুরকে মারধর করে এবং তার কাছে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত মাসুদুর হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু ঘটে।
জেআই জুয়েল/এআরএস